Solution
Correct Answer: Option B
- মধ্যযুগের অর্থাৎ ষোল শতকের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মুসলিম কবি দৌলত উজির বাহরাম খান।
- তিনি পারসিয়ান কবি জামির 'লায়লা ওয়া মজনুন' থেকে বাংলায় রোমান্টিক প্রণয়োপাখ্যান 'লায়লী-মজনু' নামে অনুবাদ করেন।
তাঁর রচিত অন্যান্য কাব্য:
- 'জঙ্গনামা' (মক্তুল হোসেন),
- 'ইমাম-বিজয়'।
- প্রাচীন যুগের চর্যাপদের কবি শবরপা;
- যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত;
- আধুনিক যুগের কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুর)।