কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?

A ১১ মার্চ ২০২০, WHO

B ১৬ ডিসেম্বর ২০১৯, UNICEF

C ১৪ মার্চ ২০২০, WHO

D ১১ ফেব্রুয়ারি ২০২০, WHO

Solution

Correct Answer: Option A

- ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের উহান শহরে শনাক্ত হওয়া রোগের নাম COVID-19.
- ১১ মার্চ, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রোগটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করতে গিয়ে Pandemic শব্দটি ব্যবহার করে।
- Epidemic (মহামারি) শব্দটি ব্যবহৃত হয় কোন রোগের প্রাদুর্ভাব যখন অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
- অন্যদিকে কোন রোগ যখন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে তখন তা Pandemic (অতিমারি)। COVID-19 বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions