পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে ।অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস ।
যেমন:
- সমীপ (সম+ অপ ) বিষয় /বস্তু =সামীপ্য ।
- একদিকে চোখ যার = একচোখা ;
- নগরীর সমীপে (সামীপ্য অর্থে) = উপনগরী
- কণ্ঠের সমীপে (সামীপ্য অর্থে) =উপকণ্ঠ
- কূলের সমীপে (সামীপ্য অর্থে) =উপকূল
- কূলের সমীপে = উপকূল সামীপ্য
- দুই নল আছে যার =দোনলা (সংখ্যাবাচক বহুব্রীহি )