বর্তমানে বিশ্বের ৫৮ টি দেশে বাংলাদেশের ৭৭ টি মিশন (দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট জেনারেল, কনস্যুলেট উপ-হাইকমিশন ও সহকারী হাইকমিশন ) রয়েছে ।
- এই মিশনগুলোর মধ্যে ১১টি দূতাবাস নিজস্ব জমিতে অবস্থিত।
- বাংলাদেশ তার ৭৮তম মিশন খুলতে যাচ্ছে সেন্ট কিটস ও নেভিসে।