'সরিষার তেলে ' কোন উপদানটি বেশি পাওয়া যায়?

A এসকরবিক এসিড

B লিনোলিক এসিড

C ইরোসিক এসিড

D ডেটুরিন

Solution

Correct Answer: Option B

সরিষার তেলে অসম্পৃক্ত ফ্যাটি এসিড ৯২ শতাংশ (লিনোলিক এসিড)
- আর সম্পৃক্ত ফ্যাটি এসিড ৮ শতাংশ (ইরোসিক এসিড), এটি মানবদেহের জন্য ক্ষতিকর।
- সরিষার নতুন প্রজাতি ক্যানোলা বারি-১৮ ভোজ্য তেলে ইরোসিক এসিড থাকবে না। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions