Solution
Correct Answer: Option D
- একটি দেশে সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারি কর্তৃক এলাকাভিত্তিক শাসনব্যবস্থাকে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলে।
- ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারির মধ্যমে চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করে তিন স্তর বিশিষ্ট সরকার চালু করে।
- ২০০৯ সালে অধ্যাদেশটি আইনে পরিণত হলে নতুন করে গ্রামাঞ্চলে তিন ও শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়।
- বর্তমানে গ্রাম পর্যায়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং শহর পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশন।