Solution
Correct Answer: Option B
- DAP এর পূর্ণরূপ- Detailed Area Plan.
- DAP (ড্যাপ) একটি শহর পরিকল্পনা উদ্যোগ যা নব্বই দশকের শুরুতে ঢাকায় চালু হয়েছিল।
- এই পরিকল্পনায় টেকসই ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য নাগরিক সুবিধা, মৌলিক অধিকার এবং অন্যান্য ভর্তুকি বিবেচনা করে নগরায়ন করা হয়।
- DAP এর বর্তমান পরিকল্পনা (২০১৬-২০৩৫) পর্যন্ত বিস্তৃত।