১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?
A ৮০ টাকা
B ২৭.৫০ টাকা
C ৩৭.৫০ টাকা
D ২০ টাকা
Solution
Correct Answer: Option B
দুই হালি তিনটি কলা = (২ × ৪ + ৩)টি = ১১টি
১২টি কলার দাম = ৩০ টাকা
১টি কলার দাম = ৩০/১২ টাকা
১১ টি কলার দাম = (৩০ × ১১)/১২ টাকা
= ২৭.৫ টাকা