মধ্য যুগে  মুসলিম শাসনকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছিল? 

A ১টি 

B ২টি 

C ৩টি 

D ৪টি 

Solution

Correct Answer: Option D

মধ্য যুগে  মুসলিম শাসনকে ৪টি পর্যায়ে ভাগ করা হয়েছিল । যথা - 
১. প্রথম পর্যায় - (১২০৪-১৩৩৮) । এ সময়ে তুর্কিরা শাসন করেছিল ।
২. ২য় পর্যায় - (১৩৩৮-১৫৩৮) । এ সময়ে সুলতানরা শাসন করেছিল ।
৩. ৩য় পর্যায় - (১৫৩৮-১৫৭৬) । এ সময়ে আফগানরা শাসন করেছিল ।
৪.  ৪র্থ পর্যায় - (১৫৭৬-১৭৫৭) । এ সময়ে মুঘলরা শাসন করেছিল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions