মধ্য যুগে মুসলিম শাসনকে ৪টি পর্যায়ে ভাগ করা হয়েছিল । যথা -
১. প্রথম পর্যায় - (১২০৪-১৩৩৮) । এ সময়ে তুর্কিরা শাসন করেছিল ।
২. ২য় পর্যায় - (১৩৩৮-১৫৩৮) । এ সময়ে সুলতানরা শাসন করেছিল ।
৩. ৩য় পর্যায় - (১৫৩৮-১৫৭৬) । এ সময়ে আফগানরা শাসন করেছিল ।
৪. ৪র্থ পর্যায় - (১৫৭৬-১৭৫৭) । এ সময়ে মুঘলরা শাসন করেছিল ।