জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?
Solution
Correct Answer: Option D
- দ্যাগ হ্যামারশোল্ড সুইডেনের একজন খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও লেখক।
- তিনি জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে (১৯৫৩-১৯৬১) দায়িত্ব পালন করেন।
- নোবেল পুরস্কার প্রবর্তনের পর তিনি চতুর্থ ব্যক্তি হিসাবে মরণোত্তর 'নোবেল শান্তি পুরস্কার' লাভ করেন।