কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'poet of politics' উপাধি দিয়েছিলেন?
Solution
Correct Answer: Option A
- ৫ এপ্রিল, ১৯৭১ সালে, সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek-এর প্রতিবেদনে লোবেন জেঙ্কিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' বা Poet of Politics বলে আখ্যায়িত করেছিলেন।
- সকল শ্রেণী ও আদর্শের অনুসারীদের একতাবদ্ধ করার জন্য বঙ্গবন্ধুর জীবন দর্শন ছিল অতুলনীয়।
- তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল এক অনবদ্য কবিতা, যা বাঙালির মুক্তিকামনার অমোঘ প্রকাশ।
- তাঁর অসামান্য বক্তৃতা, আবেগপূর্ণ ভাষা এবং দূরদর্শিতা তাকে একজন 'মহাকবি' হিসেবে বিশেষিত করে।