সর্বশেষ কৃষিশুমারি অনুযায়ী দেশে কত শতাংশ খানার কোনো ধরনের জমি নাই?
Solution
Correct Answer: Option A
» কৃষিশুমারি ২০১৯ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশে কৃষির উপর নির্ভরশীল পরিবার- ৪৬.৬১%
» কৃষিশুমারি ২০১৯ জরিপ মতে বাংলাদেশে মোট খানা- ৩ কোটি ৫৫ লাখ ৩০ হাজার
» কোনো ধরনের জমি নাই- ১১.৩৪ শতাংশ খানার
» দেশে সবচেয়ে কৃষি নির্ভর পরিবার- বরিশাল বিভাগে
» নিজের জমি নেই এমন পরিবার সবচেয়ে বেশি রয়েছে- ঢাকা বিভাগে।