কোন ভবনে আগুন ধরে গেলে ভবনস্থ Fire Lift কারা ব্যবহার করবেন?
Solution
Correct Answer: Option C
- ফায়ার লিফট (Fire Lift) এমন এক বিশেষ ধরণের লিফট যা জরুরি অবস্থায় যেমন আগুন লাগলে ব্যবহার করা হয়।
- এই লিফটগুলো শুধুমাত্র দমকলকর্মী বা ফায়ারম্যানদের ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে।
- আগুন লাগার সময় সাধারণ লিফট ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ ধোঁয়া বা বিদ্যুতের শর্ট সার্কিটে মানুষ এতে আটকে পড়তে পারে।
- ফায়ারম্যানরা এই লিফট ব্যবহার করে দ্রুত আগুনের উৎসের কাছে পৌঁছাতে পারেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।
- ভবনের সাধারণ অধিবাসী বা ভিআইপিদের জন্য আগুন লাগার সময় সিঁড়ি দিয়ে নিষ্কাশন বা বের হওয়া সবচেয়ে নিরাপদ উপায়।