Solution
Correct Answer: Option C
- রক্তে যে তিন ধরনের কণিকা থাকে তাদের মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ সবচাইতে বেশি।
- লোহিত রক্তকণিকা তার ১২০ দিন আয়ুষ্কাল শেষ হয়ে গেলে প্লীহাতে (spleen) গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়।
- লোহিত রক্তকণিকা ভাঙার ফলে তার ভেতরের হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয় এবং বিলিরুবিন (Bilirubin) নামক হলুদ রঞ্জক পদার্থ তৈরি করে।
- প্লীহাতে প্রাথমিকভাবে উৎপন্ন এই বিলিরুবিন রক্তের মাধ্যমে বাহিত হয়ে যকৃতে (Liver) পৌঁছায়।
- যকৃতে আসার পর বিলিরুবিন আরও প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের একটি প্রধান উপাদানে পরিণত হয়, তাই সঠিক উত্তর হিসেবে যকৃতকে বিবেচনা করা হয়।
- যকৃতে প্রক্রিয়াকরণের পর এই বিলিরুবিন পিত্তথলিতে সাময়িকভাবে জমা থাকে এবং পরিপাকের সময় অন্ত্রে প্রবেশ করে মলের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়।