উইলিয়াম শেক্সপিয়রের লেখা নিচের কোনটি ট্রাজেডি নয়?

A King Lear

B Twelfth Night

C Titus Andronicus

D Macbeth

Solution

Correct Answer: Option B

William Shakespeare-এর কর্মগুলোর মধ্যে 'King Lear', 'Titus Andronicus' এবং 'Macbeth' হলো তাঁর বিখ্যাত ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। অন্যদিকে, 'Twelfth Night' হলো একটি কমেডি বা সুখান্তক নাটক। নাটকটির পূর্ণ নাম হলো *Twelfth Night, or What You Will*।
উইলিয়াম শেক্সপিয়রকে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার ও কবি এবং বিশ্বের অন্যতম সেরা নাট্যকার হিসেবে গণ্য করা হয়। তাঁকে ইংল্যান্ডের 'জাতীয় কবি' এবং 'Bard of Avon' (এভনের চারণকবি) বলা হয়।

• উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক:
- Hamlet
- Macbeth
- Othello
- King Lear
- Julius Caesar
- Romeo and Juliet
- Titus Andronicus
- Antony and Cleopatra

• উইলিয়াম শেক্সপিয়রের কমেডি বা মিলনান্তক নাটক:
- As You Like It
- Twelfth Night
- The Tempest
- A Midsummer Night’s Dream
- The Comedy of Errors
- The Merchant of Venice (Tragicomic)
- The Taming of the Shrew

• উইলিয়াম শেক্সপিয়রের ঐতিহাসিক নাটক:
- Richard II
- Richard III
- Henry IV (Part 1 & 2)
- Henry V
- Henry VI (Part 1, 2 & 3)
- Henry VIII
- King John

জেনেরা ভালো:
- শেক্সপিয়রের মোট নাটকের সংখ্যা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ থাকলেও সাধারণভাবে ৩৭টি নাটক এবং ১৫৪টি সনেটকে তাঁর সাহিত্যকর্ম হিসেবে ধরা হয়।
- 'Comedy of Errors' নাটকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ভ্রান্তিবিলাস' নামে বাংলায় অনুবাদ করেন।
- 'The Merchant of Venice' নাটকটি অবলম্বনে অনেক সাহিত্যিক অনুবাদ ও চলচ্চিত্র নির্মাণ করেছেন। মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' নাটকটি শেক্সপিয়রের 'The Taming of the Shrew'-এর অনুবাদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions