-ইউনিকোড এর পূর্ণরূপ হলো – Universal Code.
-১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং Xerox Corporation এর একদল কম্পিউটার প্রকৌশলী পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করা সহজ করার লক্ষ্যে যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
- একে সার্বজনীন কোডও বলা যায় ।
- ছোট বড় পৃথিবীর যেকোনো ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়।
- বর্তমানে পৃথিবীব্যাপী প্রচলিত আসকি কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে।
- এটি ১৬ বিট কোড।
- বিভিন্ন ধরণের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়।
-এর মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬ টি অদ্ববিতীয় চিহ্নকে নির্দদিষ্ট করা যায়।
- যেমনঃ A= \u0041 ইত্যাদি ।