সাঁওতালরা কোথায় বাস করে না?

A চট্টগ্রাম

B রাজশাহী

C বগুড়া

D বরিশাল

Solution

Correct Answer: Option A

সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত। উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের – ২৩(ক) অনুচ্ছেদে।
কয়েকটি উপজাতির অবস্থান:
- চাকমারা : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।
- সাওতাল : বৃহত্তর রাজশাহী ও রংপুর
- ত্রিপুরা/টিপরা : পাবর্ত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা।
- রাখাইন : পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার।
- খাসী/খাসিয়া : বৃহত্তর সিলেট
- গারো : বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল।
- পাঙন : মৌলভীবাজার
- মণিপুরী : বৃহত্তর সিলেট
- খিয়াং : বান্দরবন
- তঞ্চঙ্গ্যা : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার
- ম্রো : বান্দরবান
- ওরাও : বৃহত্তর রাজশাহী
- পলিয়া : রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী
- মাহাতো : বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ
- রবিদাস : সিলেট, হবিগঞ্জ, নওগাঁ।
- হাজং : বৃহত্তম ময়মনসিংহ বিভাগ ও সুনামগঞ্জ।
- রাজবংশী : রংপুর, শেরপুর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions