Solution
Correct Answer: Option C
- ব্যায়াম বা খেলাধুলার আগে শরীরকে প্রস্তুত করার প্রক্রিয়াকে বলা হয় 'ওয়ার্ম আপ'।
- এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পেশি ও জয়েন্টের কর্মক্ষমতা উন্নত করে এবং আঘাতের ঝুঁকি কমায়।
- ওয়ার্ম আপ ৪ ভাগে বিভক্ত।
১) ওয়ার্ম আপের প্রথম ধাপ হলো স্ট্রেচিং।
২) স্ট্রেচিং শেষে জগিং (আস্তে আস্তে দৌড়)।
৩) জগিং এর শেষদিকে ক্রমান্বয়ে দৌড়ের গতি বাড়াতে হবে।
৪) ব্যায়াম।