২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কয়টি?
Solution
Correct Answer: Option C
বিশ্বকাপে ক্রিকেট ২০২৩-
- আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর ।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ)
- বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ ।
- বিশ্বকাপের স্বাগতিক ভারত ।
- অংশ গ্রহণকারী দেশ ১০টি ।মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি ।
- বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) ।
- ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় ।
- লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা । সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,৯। আর রাসা অর্থ আবেগ ।
বিশ্বকাপের দুই মাসকটঃ
- ৩০ সেপ্টেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে ২০২৩ বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করে ICC ।
- নারী মাসকটের নাম ‘ব্লেজ’ ও পুরুষ মাসকটের নাম ‘টঙ্ক’ ।
- বিশ্বে ক্রিকেটের মাধ্যমে যে লিঙ্গ সমতা ও ঐক্যের ছবি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়, তারই প্রতিনিধি ‘ব্লেজ’ ও ‘টঙ্ক’ ।
সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড়ঃ
- ২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান। তার বয়স ৩৬ বছর ।
- সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় নেদারল্যান্ডসের "ওয়েসলি বারেসির" বয়স ৩৯ বছর ।
বিশ্বকাপ রেকর্ড আপডেটঃ
- অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্বকাপে ইতিহাস গড়েন ।
- ১০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি হয়। শ্রীলংকারঃ কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানঃ আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান ।
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইম আউট’ হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইম আউটের আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ।