প্রায়া (Praia) আফিকার কোন্ দেশের রাজধানীর নাম?

A গ্যাবন

B কেপ ভার্দে

C বেনিন

D বুর্কিনা ফাসো

Solution

Correct Answer: Option B

- উত্তর ও পশ্চিম আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র হলো কেপ ভার্দে
- দশটি আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটির রাজধানী হলো প্রায়া (Praia)
- পর্তুগিজ শব্দ 'প্রায়া' বা 'Praia' শব্দের অর্থ হলো 'সমুদ্র সৈকত'।
- এই শহরটি কেপ ভার্দের বৃহত্তম দ্বীপ সান্তিয়াগোতে অবস্থিত।
- শহরটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।
- অন্যদিকে গ্যাবনের রাজধানী লিব্রেভিল, বেনিনের রাজধানী পোর্টো-নোভো এবং বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions