Solution
Correct Answer: Option D
- এলাচ উৎপাদনের দিক থেকে গুয়াতেমালা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে।
- এই দেশটি প্রতি বছর গড়ে প্রায় ৩৭ হাজার টন এলাচ উৎপাদন করে থাকে।
- যা সারা বিশ্বের মোট এলাচ উৎপাদনের প্রায় ৬০ শতাংশের বেশি।
- গুয়াতেমালার পরেই এলাচ উৎপাদনের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, যদিও স্থানীয় চাহিদার কারণে ভারত রপ্তানিতে পিছিয়ে।
- ইন্দোনেশিয়া এলাচ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে।
- এলাচকে সাধারণত "মসলার রানী" বলা হয় এবং এটি মূলত দুই প্রকার: ছোট এলাচ ও বড় এলাচ।