কত সেন্টিমিটারের নিম্নের ইলিশ মাছকে ‘জাটকা’ বলা হয়ে থাকে?
Solution
Correct Answer: Option C
জাটকা সম্পর্কে বিস্তারিত:
- ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার (ঠোঁট থেকে লেজের প্রান্ত পর্যন্ত) কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়।
- জাটকা ধরা হলে ইলিশ পরিপক্বতা লাভের সুযোগ পায় না, ফলে বড় ইলিশ উৎপাদন বিঘ্নিত হয় এবং মা ইলিশের সংখ্যা হ্রাস পায়।
- প্রাকৃতিকভাবে মা ইলিশ নদীতে ডিম পাড়ে। সেই ডিম থেকে পোনা উৎপন্ন হয়, যা ধীরে ধীরে বড় হয়ে জাটকা এবং পরবর্তীতে বড় ইলিশে পরিণত হয়।
- একটি মা ইলিশ ২.৫ লক্ষ থেকে ২৩ লক্ষ পর্যন্ত ডিম পাড়ে। সুতরাং, একটি মা ইলিশ ধরা পড়লে ডিম উৎপাদনের এই বিশাল সম্ভাবনা নষ্ট হয়।
- জাটকা এবং ডিমওয়ালা মা ইলিশ ধরার কারণে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
আইনি নির্দেশনা:
- মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী, ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, বহন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
- আগে ২৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের নীচের মাছকে জাটকা হিসেবে চিহ্নিত করা হতো, তবে গেজেট সংশোধন করে বর্তমানে এটি ২৫ সেন্টিমিটার করা হয়েছে।