‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ কি?

A বাড়াবাড়ি করা

B ভূমিকা করা

C হিসাব নিকাশ

D অসম্ভব বস্তু

Solution

Correct Answer: Option C

• ‘গাছ পাথর’ বাগ্‌ধারাটির অর্থ - হিসাব নিকাশ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারাটির অর্থ - বাড়াবাড়ি।
• ‘বাঘের দুধ’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব বস্তু।
• 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ হলো - অহংকার।
• 'দুধের মাছি' বাগ্‌ধারাটির অর্থ হলো - সুসময়ের বন্ধু।
• 'ঠোঁট কাটা' বাগ্‌ধারাটির অর্থ হলো - স্পষ্টভাষী।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ হলো - কাণ্ডজ্ঞানহীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions