A হামিদ বলল তোমরা আগামীকাল আসিও
B মা চিঠিতে লিখলেন,তুমি কেমন আছ জানাইও?
C শিক্ষক বললেন,তোমরা কি ছুটি চাও?
D শিক্ষক বললেন,তোমরা কি ছুটি চাও
Solution
Correct Answer: Option C
ভুল: হামিদ বলল তোমরা আগামীকাল আসিও
সঠিক: হামিদ বলল তোমরা আগামীকাল এসো
ভুল: মা চিঠিতে লিখলেন, তুমি কেমন আছ জানাইও?
সঠিক: মা চিঠিতে লিখলেন, তুমি কেমন আছ জানিও।
ভুল: শিক্ষক বললেন, তোমরা কি ছুটি চাও
সঠিক: শিক্ষক বললেন, তোমরা কি ছুটি চাও?