New Development Bank এর বর্তমান সদস্য দেশ কয়টি?

A ৮টি

B ৫টি

C ৯টি

D ১০টি

Solution

Correct Answer: Option C

BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে-NDB। BRICS হলো ব্রাজিল,রাশিয়া, ভারত,চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ঘটিত অর্থনৈতিক সংঘ। NDB কে আই এম এফ এর বিকল্প প্রতিষ্ঠান মনে করা হয়। কেননা IMF বা International Monetary Fund সারা বিশ্বে অর্থায়ন করে থাকে। এর মাধ্যমে বিভিন্ন দেশ বৈষম্য ও নিষ্পেষণের শিকার হয় আমেরিকা ও ইউরোপের যৌথ নেতৃত্বে।  আমেরিকা ও ইউরোপের প্রাধান্য কমাতে ও নতুন পুঁজি ঋণ ব্যবস্থা তৈরি করতে NDB প্রতিষ্ঠা করা হয়েছে। তাই NDB কে IMF এর বিকল্প প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। 

- ২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিক্স সম্মেলনে শীর্ষ ব্যাংক স্থাপনের ধারণাটি প্রস্তাবিত হয়েছিল। ব্রিক্স নেতারা ২৭ মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অনুষ্ঠিত ৫ঞ্চম ব্রিকস সম্মেলনে একটি উন্নয়ন ব্যাঙ্ক স্থাপনে সম্মত হন।
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- বর্তমানে এর সদস্য দেশ ৯টি। (সর্বশেষ সদস্য- Algeria 19 May, 2025)
- এর সদরদপ্তের সাংহাই চীন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions