জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে বাঁধা পেয়ে ঘটায়-
A শৈলোৎক্ষেপ বৃষ্টি
B পরিচলন বৃষ্টি
C ঘূর্ণবাত বৃষ্টি
D ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টি
Solution
Correct Answer: Option A
জলীয় বাষ্প পূর্ন আর্দ্র বায়ু কোন উঁচু পর্বতে বাঁধা পেয়ে পর্বতের গাঁ বেয়ে ওপরে উঠে ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত পর্বতের প্রতিবাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। এই ধরণের বৃষ্টিপাত সৃষ্টিতে শৈল অর্থাৎ পর্বত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে বলে।