Solution
Correct Answer: Option D
জ্যামিতিতে বিন্দুর সংজ্ঞা হলো- যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা (বেদ) কিছুই নেই, তাকে বিন্দু (Point) বলে।
আমরা জানি,
* যাদের কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাদের মাত্রা ১টি। যেমন- রেখা (Line)।
* যাদের দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই, তাদের মাত্রা ২টি। যেমন- তল (Plane)।
* যাদের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটিই আছে, তাদের মাত্রা ৩টি। যেমন- ঘনবস্তু (Solid)।
যেহেতু বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, তাই বিন্দুর কোনো মাত্রা নেই। অর্থাৎ, বিন্দু হলো একটি শূন্য মাত্রিক (Zero-dimensional) সত্তা।
শর্টকাট বা মনে রাখার উপায়:
সহজ কথায় মনে রাখা যায়:
* বিন্দু (Point) = ০ মাত্রা।
* রেখা (Line) = ১ মাত্রা।
* তল (Plane/Surface) = ২ মাত্রা।
* ঘনবস্তু (Solid Body) = ৩ মাত্রা।