ডাচ্ নামে কারা পরিচিত?

A ফ্রান্স

B নেদারল্যান্ড

C সুইজারল্যান্ড

D ইরান

Solution

Correct Answer: Option B

- ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র হলো নেদারল্যান্ড বা হল্যান্ড।
- এই নেদারল্যান্ডের অধিবাসীদের বা নাগরিকদেরকেই ডাচ্ (Dutch) বলা হয়।
- এই দেশটির রাজধানীর নাম আমস্টারডাম
- সপ্তদশ শতাব্দীতে ডাচরা ব্যবসায়িক উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে এসেছিল এবং তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল।
- বাংলাদেশের নীলফামারী জেলায় ডাচদের তৈরি নীলকুঠির নিদর্শন এখনো পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions