Solution
Correct Answer: Option B
- ‘রামগরুড়ের ছানা’ একটি বাংলা বাগধারা। এই কথাটির আক্ষরিক অর্থ সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ ছড়ার সেই কাল্পনিক জন্তু, যারা কখনো হাসে না।
- বাংলা ভাষায় এই বাগধারাটি ‘গোমড়ামুখো লোক’ বা যারা সহজে হাসে না, সবসময় মুখ ভার করে থাকে—এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
- সুকুমার রায় তাঁর ছড়ায় লিখেছিলেন:
> “রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা,
> হাসির কথা শুনলে বলে, ‘হাসব না-না না-না!’”
- এই ছড়াটির সূত্র ধরেই বাংলা ভাষায় বাগধারাটির উৎপত্তি এবং বর্তমানে এটি একটি বিশিষ্টার্থক শব্দগুচ্ছ হিসেবে প্রতিষ্ঠিত।
• উদাহরণ:
- “ছেলেটা যেন একেবারে রামগরুড়ের ছানা, জন্মদিনে এসেও মুখখানা ভার করে বসে আছে।”