Solution
Correct Answer: Option A
- 'শিরে সংক্রান্তি' একটি বিশিষ্টার্থক শব্দগুচ্ছ বা বাগধারা।
- এর আক্ষরিক অর্থ মাথার উপর সংক্রান্তি (মাসের শেষ দিন) হলেও, আলঙ্কারিক অর্থে এটি আসন্ন বিপদ বা সামনে বিপদ বোঝাতে ব্যবহৃত হয়।
- 'বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান' ও 'ব্যবহারিক বাংলা অভিধান' অনুসারে, 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ হলো— মাথার উপর বিপদ বা আসন্ন সংকট। চৈত্রসংক্রান্তির দিন যেমন বছর শেষ হওয়ার চূড়ান্ত সময়, তেমনি শিরে সংক্রান্তি বলতে বোঝায় কোনো বিপদ বা সংকট একেবারে মাথার ওপর বা খুব কাছে এসে উপস্থিত হয়েছে।
• উদাহরণ:
- পরীক্ষার আর মাত্র দুদিন বাকি, অথচ আমার সিলেবাস শেষ হয়নি, একি একেবারে শিরে সংক্রান্তি অবস্থা!