Solution
Correct Answer: Option C
- ‘সোয়্যাচ অফ নো গ্রাউন্ড’ (Swatch of No Ground) বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত একটি সামুদ্রিক খাত বা ক্যানিয়ন।
- এই স্থানটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের দক্ষিণে এবং সুন্দরবনের কাছে অবস্থিত।
- এর অপর নাম হলো 'গঙ্গা খাদ' (Ganges Trough)।
- এই সামুদ্রিক খাতের গড় গভীরতা প্রায় ১৩৪০ মিটার।
- ব্রিটিশ শাসনামলে গভীরতা পরিমাপ করতে গিয়ে নদীর তলার নাগাল না পাওয়ায় এর নাম দেওয়া হয়েছিল 'Swatch of No Ground' বা অতলস্পর্শী।