Antonio Guterres is a citizen of which country?

A Mexico

B Panama

C Bolivia

D Italy

E Portugal

Solution

Correct Answer: Option E

- আন্তোনিও গুতেরেস পর্তুগালের একজন নাগরিক এবং বিশিষ্ট রাজনীতিবিদ।
- তিনি বর্তমানে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
- জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করার আগে তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
- এছাড়া তিনি জুন ২০০৫ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার হিসেবেও কাজ করেছেন।
- তিনি ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions