Solution
Correct Answer: Option D
- বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন ($CH_4$)।
- একটি সাধারণ বায়োগ্যাস মিশ্রণে ৫০-৭৫% মিথেন গ্যাস থাকে।
- মিথেন ছাড়াও এতে কার্বন ডাই-অক্সাইড ($CO_2$) থাকে প্রায় ২৫-৫০%।
- এছাড়াও খুব সামান্য পরিমাণে নাইট্রোজেন, হাইড্রোজেন, পানি ও হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকতে পারে।
- পচনশীল জৈব বস্তু (যেমন- গোবর, গৃহস্থালির বর্জ্য) ব্যাকটেরিয়া দ্বারা অক্সিজেনবিহীন পরিবেশে (anaerobic digestion) পচানোর ফলে এই গ্যাস উৎপন্ন হয়।
- বায়োগ্যাস মূলত জ্বালানি হিসেবে রান্না এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।