Solution
Correct Answer: Option A
দুটিও ভিন্ন গোত্রের ব্যাঞ্জনের সংক্ষিপ্ত রূপ হলো যুক্ত ব্যাঞ্জন। উদাহরণ- ষ্ট, ল্প, ব্দ ইত্যাদি।
একই গোত্রের ব্যাঞ্জনের সংযুক্ত রূপ হলো যুগ্ম ব্যঞ্জন। ন্ন্ ক্ক, জ্জ ইত্যাদি সমব্যাঞ্জন যুগ্মক এবং চ্চ, দ্ধ ইত্যাদি হলো অল্পপ্রাণ-মহাপ্রাণ যুগ্মকের উদাহরণ।