বাংলা প্রত্যয়জনিত নারীবাচক শব্দ ভিখারিনী। এ প্রত্যয়গুলো বাংলা শব্দের সাথে যুক্ত হয়। পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে নারীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ পরবর্তীতে ই হয়।
যেমনঃ
ভিখারী- ভিখারিনী,
অভিসারী- অভিসারিনী ইত্যাদি।
এখানে ভিখারী ও অভিসারী খাঁটি বাংলা শব্দ।