Solution
Correct Answer: Option D
‘আদর্শ ছেলে’ কবিতাটি বাংলা শিশুসাহিত্যের এক কালজয়ী সৃষ্টি, যার রচয়িতা হলেন কুসুমকুমারী দাস। এই কবিতাটি শিশুদের মনে নীতিশিক্ষা ও দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য অত্যন্ত জনপ্রিয় এবং এটি আমাদের শৈশবের পাঠ্যবইয়ের স্মৃতিবিজড়িত একটি কবিতা। কবিতার বিখ্যাত প্রথম পঙক্তিটি হলো— "আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"
- কুসুমকুমারী দাস (১৮৭৫-১৯৪৮) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি প্রধানত নীতিগর্ভ কবিতা রচনার জন্য বিখ্যাত ছিলেন।
- তাঁর জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি এবং ‘রূপসী বাংলা’র কবি হিসেবে খ্যাত।
- ‘আদর্শ ছেলে’ কবিতাটি তাঁর ‘কাব্যমুকুল’ নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
• কুসুমকুমারী দাস রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- কাব্যমুকুল (কাব্যগ্রন্থ)
- পৌরাণিক আখ্যায়িকা (গদ্যগ্রন্থ)
- দৈনন্দিন লিপি (দিনলিপি)