হিতোপদেশ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
A হিতো+উপদেশ
B হিতা+উপদেশ
C হিত+উপদেশ
D হিতঃ+উপদেশ
Solution
Correct Answer: Option C
অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়। সুতরাং হিতোপদেশ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো হিত+উপদেশ।