According to the paggage, what do philosophers believe shape our sense of time?

A Clocks and calendars alone

B Our thoughts and emotions

C The movement of the sun

D Only scientific measurements

Solution

Correct Answer: Option B

- দর্শনের ধারণায়, সময় কেবলমাত্র দেয়ালের ঘড়ি বা ক্যালেন্ডারের পাতার কোনো নির্দিষ্ট হিসাব নয়।
- দার্শনিকদের মতে, সময় আমাদের মনের একটি অবস্থা এবং এটি আমাদের চিন্তা ও অনুভূতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়।
- যখন আমরা খুব খুশিতে থাকি বা কোনো কাজে মগ্ন থাকি, তখন সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয়।
- পক্ষান্তরে, যখন আমরা দুঃখ বা কষ্টের মধ্যে থাকি, তখন প্রতিটি মুহূর্তকে অনেক দীর্ঘ মনে হয় যা আমাদের আবেগের সাথে সম্পর্কিত।
- তাই দার্শনিকরা বিশ্বাস করেন যে, সময় বস্তুগত পরিমাপের চেয়ে আমাদের মানসিক এবং আবেগীয় অবস্থার ওপর বেশি নির্ভরশীল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions