According to the paggage, what do philosophers believe shape our sense of time?
A Clocks and calendars alone
B Our thoughts and emotions
C The movement of the sun
D Only scientific measurements
Solution
Correct Answer: Option B
- দর্শনের ধারণায়, সময় কেবলমাত্র দেয়ালের ঘড়ি বা ক্যালেন্ডারের পাতার কোনো নির্দিষ্ট হিসাব নয়।
- দার্শনিকদের মতে, সময় আমাদের মনের একটি অবস্থা এবং এটি আমাদের চিন্তা ও অনুভূতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়।
- যখন আমরা খুব খুশিতে থাকি বা কোনো কাজে মগ্ন থাকি, তখন সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয়।
- পক্ষান্তরে, যখন আমরা দুঃখ বা কষ্টের মধ্যে থাকি, তখন প্রতিটি মুহূর্তকে অনেক দীর্ঘ মনে হয় যা আমাদের আবেগের সাথে সম্পর্কিত।
- তাই দার্শনিকরা বিশ্বাস করেন যে, সময় বস্তুগত পরিমাপের চেয়ে আমাদের মানসিক এবং আবেগীয় অবস্থার ওপর বেশি নির্ভরশীল।