Choose the correct plural form of "crisis".
Solution
Correct Answer: Option B
- ইংরেজি শব্দ Crisis একটি Singular Noun বা একবচন বিশেষ্য যার অর্থ সংকট।
- ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যেসব শব্দের শেষে 'sis' থাকে, তাদের Plural বা বহুবচন করার সময় 'sis'-এর পরিবর্তে 'ses' যুক্ত হয়।
- যেমন: Analysis → Analyses, Basis → Bases, Diagnosis → Diagnoses.
- একই নিয়ম মেনে Crisis শব্দটির সঠিক Plural form বা বহুবচন রূপ হলো Crises।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো Crises।