একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং প্রস্থ 15 মিটার হলে, বাগানের পরিসীমা কত মিটার হবে?

A 80

B 72

C 70

D 90

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
আয়তকার বাগানের ক্ষেত্রফল = 300 বর্গমিটার
আয়তকার বাগানের প্রস্থ = 15 মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
বা, দৈর্ঘ্য × 15 = 300
বা, দৈর্ঘ্য = 300 / 15
∴ দৈর্ঘ্য = 20 মিটার

আবার, আমারা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 × (20 + 15) মিটার
= 2 × 35 মিটার
= 70 মিটার
∴ নির্ণেয় পরিসীমা 70 মিটার

শর্টকাট টেকনিক:
প্রথমে দৈর্ঘ্য বের করতে হবে: 300 ÷ 15 = 20 মিটার।
তারপর দৈর্ঘ্য ও প্রস্থ যোগ করে দ্বিগুণ করতে হবে: (20 + 15) × 2 = 35 × 2 = 70 মিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions