নিচের কোন ধরণের মেমোরি ডেটা অ্যাক্সেসের গতি সবচেয়ে বেশি?
A রম
B হার্ড ডিস্ক
C ফ্ল্যাশ মেমোরি
D ক্যাশ মেমোরি
Solution
Correct Answer: Option D
- প্রসেসর এবং প্রধান মেমোরির (Hard Disk) মধ্যে গতির পার্থক্য দূর করার জন্য ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়।
- এই মেমোরি অত্যন্ত দ্রুতগতির হয় যা প্রসেসরের খুব কাছাকাছি অবস্থান করে এবং বার বার ব্যবহৃত ডেটাগুলো সংরক্ষণ করে রাখে।
- মেমোরি হায়ারার্কি বা গঠন অনুযায়ী রেজিস্টার মেমোরির গতি সবচেয়ে বেশি হলেও সাধারণত ক্যাশ মেমোরিকেই দ্রুতগতির এক্সেস মেমোরি হিসেবে গণ্য করা হয়।
- দ্রুত গতির দিক থেকে মেমোরির ক্রম হলো: রেজিস্টার > ক্যাশ মেমোরি > প্রধান মেমোরি (RAM) > সেকেন্ডারি মেমোরি।
- অন্যদিকে হার্ড ডিস্ক বা রম (ROM)-এর গতি ক্যাশ মেমোরির তুলনায় অনেক কম।