Solution
Correct Answer: Option B
ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর।একে একটি জেলা হিসাবে ঘোষণা করা হয় ১৭৮১ সালে।এর অধীনে ছিল খুলনা,ফরিদপুর,পাবনা,নদীয়া ও চব্বিশ পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ত্ব দেয়। ১৭৮৬ সালের ৪ঠা এপ্রিল মি. টিলম্যান হেঙ্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তৎকালীন সরকারের কর্তা ব্যক্তিরা তার প্রস্তাবে সাড়া দিলে ১৭৮৬ সালে যশোর কালেক্টরেট এর যাত্রা শুরু হয়। মি. টিলম্যানকে যশোর জেলার জেলার প্রথম কালেক্টর নিযুক্ত করা হয়।