বিশেষণ পদের সঙ্গে টি, টা যুক্ত হলে বিশেষণ পদটি কোন পদে রূপান্তরিত হয়?
A বিশেষণ
B বিশেষ্য
C বিশেষণের বিশেষ্য
D বিশেষায়িত বিশেষণ
Solution
Correct Answer: Option B
বিশেষণ পদের সঙ্গে টি, টা যুক্ত হলে বিশেষণ পদটি বিশেষ্য পদে রূপান্তরিত হয়। যেমন- কাপড় সাদাটি চাই- এখানে, 'সাদা' বিশেষ্য।