কোনটি প্রাণি এবং অপ্রাণিবাচক উভয় ক্ষেত্রের বহুবচনে ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option B
কুল- প্রাণিবাচকের ক্ষেত্রে, জীবকূল, মনুষ্যকুল ইত্যাদি।
উচ্চয়- প্রাণি এবং অপ্রাণিবাচক উভয় ক্ষেত্রে, শিলোচ্চয়, পুষ্পচ্চয় ইত্যাদি।
গুচ্ছ- অপ্রাণিবাচকের ক্ষেত্রে, কেশগুচ্ছ পুষ্পগুচ্ছ ইত্যাদি।
গ্রাম- অপ্রাণিবাচকের ক্ষেত্রে, গুণগ্রাম ইত্যাদি।