Solution
Correct Answer: Option C
কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত ‘হাঙর নদী গ্রেনেড’ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ১৯৭৬ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। হলদি গাঁয়ের এক সাধারণ মা ‘বুড়ি’র মাতৃত্ব এবং মুক্তিযুদ্ধের প্রয়োজনে নিজের সন্তানকে উৎসর্গ করার এক অসামান্য আখ্যান এই উপন্যাসে বর্ণিত হয়েছে।
- শওকত ওসমান রচিত ‘ক্রীতদাসের হাসি’ (১৯৬২) একটি রূপকধর্মী উপন্যাস, যা আইয়ুব খানের স্বৈরশাসনের পটভূমিতে রচিত।
- জহির রায়হান রচিত ‘হাজার বছর ধরে’ (১৯৬৪) একটি গ্রাম-বাংলা ভিত্তিক কালজয়ী উপন্যাস। তবে অপশনে উল্লিখিত ‘মাটি আর অশ্রু’ এই লেখকের বা কোনো বিশিষ্ট লেখকের বহুল পরিচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হিসেবে স্বীকৃত নয়।
- শহীদুল্লা কায়সার রচিত ‘সারেং বউ’ (১৯৬২) সমুদ্র উপকূলবর্তী মানুষের সংগ্রাম ও জীবনের গল্প নিয়ে রচিত একটি বিখ্যাত উপন্যাস।
• সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- জলোচ্ছ্বাস (১৯৭২),
- হাঙর নদী গ্রেনেড (১৯৭৬),
- মগ্ন চৈতন্যে শিস (১৯৭৯),
- যাপিত জীবন (১৯৮১),
- নীল ময়ূরের যৌবন (১৯৮২),
- পদশব্দ (১৯৮২),
- পোকা মাকড়ের ঘরবসতি (১৯৮৬),
- গায়ত্রী সন্ধ্যা (৩ খণ্ড),
- পূর্ণ ছবির মগ্নতা (২০০৮) ইত্যাদি।
• শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),
- দুই সৈনিক (১৯৭৩),
- নেকড়ে অরণ্য (১৯৭৩),
- জলাংগী (১৯৭৪)।