Solution
Correct Answer: Option B
- 'বাঙালি মুসলমানের মন' হলো প্রখ্যাত সাহিত্যিক ও বুদ্ধিজীবী আহমদ ছফা রচিত একটি বিখ্যাত প্রবন্ধগ্রন্থ।
- এটি মূলত বাঙালি মুসলমানদের আত্মপরিচয় সংকট, সমাজ ও সংস্কৃতির বিবর্তন এবং মনস্তত্ত্ব নিয়ে লেখা ১০টি প্রবন্ধের একটি সংকলন।
- ১৯৮১ সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে চিন্তাশীল ও মননশীল রচনার জন্য এটি একটি ধ্রুপদী সৃষ্টি হিসেবে স্বীকৃত।
- আহমদ ছফাকে 'জাতির দর্পণ' বা বুদ্ধিবৃত্তিক জগতের অন্যতম সাহসী কণ্ঠস্বর বলা হয়। হুমায়ুন আহমেদ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, "আহমদ ছফা ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন লেখক, তার মতো সাহসী লেখক আমি খুব কমই দেখেছি।"
• আহমদ ছফা রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- জাগ্রত বাংলাদেশ,
- বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস,
- বাংলা ভাষা: রাজনীতির আলোকে,
- বাংলাদেশের রাজনৈতিক জটিলতা,
- বাঙালি মুসলমানের মন,
- শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ,
- রাজনীতির লেখা,
- নিকট ও দূরের প্রসঙ্গ,
- সংকটের নানা চেহারা,
- যদ্যপি আমার গুরু ইত্যাদি