Solution
Correct Answer: Option A
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে Channa বা শোল-টাকি জাতীয় মাছ হলো মাংসাশী (Carnivorous) মাছ।
- এরা সাধারণত ছোট মাছ, ব্যাঙ, পোকামাকড় এবং অন্যান্য জলজ প্রাণী শিকার করে খেয়ে বেঁচে থাকে।
- পক্ষান্তরে, Catla (কাতলা), Labeo (রুই) এবং Cirrhina (মৃগেল) মূলত তৃণভোজী বা সর্বভুক প্রকৃতির মাছ, যারা শ্যাওলা ও পচা জৈব পদার্থ খেয়ে থাকে।
- Channa গণের মাছগুলো সাধারণত মিষ্টি পানির জলাশয়ে পাওয়া যায় এবং এদের অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকায় এরা কম অক্সিজেনযুক্ত পানিতেও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে।
- বাংলাদেশের পরিচিত কিছু Channa প্রজাতির মাছ হলো শোল, টাকি, গজার ইত্যাদি।