Solution
Correct Answer: Option D
- প্ল্যাকয়েড আইশ মূলত তরুণাস্থিযুক্ত বা কার্টিলেজ মাছের (Cartilaginous fish) ত্বকে দেখা যায়।
- স্কোলিওডন বা Scoliodon হলো এক ধরণের হাঙর, যা তরুণাস্থিযুক্ত মাছের শ্রেণীর অন্তর্গত।
- তাই অন্য অপশনগুলোর তুলনায় Scoliodon-এর শরীরে Placoid আইশ পাওয়া যায়।
- Labeo (রুই) এবং Catla (কাতলা) হলো অস্থিযুক্ত মাছ এবং এদের শরীরে সাধারণত সাইক্লয়েড (Cycloid) আইশ থাকে।
- প্ল্যাকয়েড আইশগুলো খুব শক্ত এবং দাঁতের মতো গঠনযুক্ত হয়, যা হাঙরের ত্বককে রুক্ষ বা বালির কাগজের মতো করে তোলে।