Plasmodium vivax এর জীবনচক্রে মানবদেহে সংঘটিত চক্রটি হলো-
Solution
Correct Answer: Option A
- ম্যালেরিয়া জীবাণু বা Plasmodium vivax এর জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষকের প্রয়োজন হয়।
- এর মধ্যে মানুষ হলো ম্যালেরিয়া পরজীবীর মাধ্যমিক বা গৌণ পোষক (Intermediate Host) এবং স্ত্রী অ্যানোফিলিস মশা হলো প্রাথমিক বা মুখ্য পোষক (Primary or Definitive Host)।
- মানবদেহে পরজীবীটির অযৌন প্রজনন ঘটে, তাই মানুষের দেহে সংঘটিত চক্রটিকে অযৌন চক্র (Asexual Cycle) বা সাইজোগনি বলা হয়।
- অন্যদিকে, স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে পরজীবীটির যৌন প্রজনন ঘটে, তাই মশকীর দেহে সংঘটিত চক্রটিকে যৌন চক্র (Sexual Cycle) বলা হয়।
- মানবদেহে এই অযৌন প্রজনন বা সাইজোগনি মূলত দুটি স্থানে ঘটে: যকৃতে বা লিভারে, যাকে হেপাটিক সাইজোগনি বলে এবং লোহিত রক্তকণিকায়, যাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি বলে।