Solution
Correct Answer: Option A
- তেলাপোকার রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত (Open) প্রকৃতির, অর্থাৎ এদের রক্ত কোনো বদ্ধ নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না।
- এদের দেহগহ্বর রক্তে পূর্ণ থাকে, এ ধরনের রক্তপূর্ণ দেহগহ্বরকে 'হিমোসিল' (Haemocoel) বলা হয়।
- তেলাপোকার রক্ত বর্ণহীন, একে হিমোলিম্ফ (Hemolymph) বলে, কারণ এতে হিমোগ্লোবিন জাতীয় কোনো শ্বসনরঞ্জক থাকে না।
- এদের রক্ত সংবহনতন্ত্র মূলত হহৃৎপিণ্ড এবং হিমোসিল নিয়ে গঠিত এবং এদের হৃদপিণ্ড ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট নলাকার অঙ্গ।
- হিমোলিম্ফ সরাসরি দেহকোষ ও টিস্যুর সংস্পর্শে এসে পুষ্টি ও বর্জ্য পদার্থ পরিবহন করে।